জানুন “রত্ন শুঁয়াপোকা” সম্পর্কে
রত্ন শুঁয়াপোকাঃ শুঁয়াপোকার নাম শুনলে অনেকেরই গা ঘিনঘিন করে ওঠে। তবে এই শুঁয়াপোকা এমনই মনোমুগ্ধকর যে এটি দেখলে তারাও মুগ্ধ হয়ে যাবে । রত্নের মতো চকচকে এই শুঁয়াপোকাদের বাস মধ্য আমেরিকায় আর দক্ষিণ আমেরিকায়। মূলত এক ধরনের মথ ‘আকরাগা কোয়া’র জন্মের পূর্ব অবস্থা হল রত্ন শুঁয়াপোকা। আকারেও এরা খুবই ছোট্ট; বিজ্ঞানীরা জানান, এরা মানুষের হাতের বুড়ো আঙুলের নখের চাইতে বড় হয় না। এমনিতে শুঁয়াপোকাদের সবচাইতে বড় শত্রু হল পাখি। পাখিদের হাত থেকে বাঁচতে কোনো কোনো শুঁয়াপোকার শরীরে থাকে বিষাক্ত কাঁটা। কিন্তু রত্ন শুঁয়াপোকার ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার হল, এরা দেখতে ব্যাপক আকর্ষণীয় হলেও পাখি কিংবা পিঁপড়া এদের এড়িয়ে চলে। কারণ, এদের শরীরের আঠালো ভাব। মারাত্মক আঠালো ধরনের এক পদার্থ দিয়ে ঘেরা থাকে রত্ন শুঁয়াপোকার জেলির মতো স্বচ্ছ দেহ। আর এই আঠার কবলে পড়ে ঝামেলায় জড়াতে চায় না এদের শিকারিরাও।
সর্বশেষ সম্পাদনা: S.A. Sagar, ArmanAlif
মূল: Shahadat H Anik
Comments
Post a Comment