হৈমন্তী: রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ রচনাবলীর একটি। [PDF সংস্করণ] Get link Facebook X Pinterest Email Other Apps - August 28, 2018 বি.দ্র.: Copyright থাকার কারণে পুরো রচনাটি ব্লগে দেওয়া সম্ভব হলো না। •Dropbox Link: https://www.dropbox.com/s/tqjlbo7yqng7h43/হৈমন্তী.pdf? Get link Facebook X Pinterest Email Other Apps Comments
জেনে নিন ইমুজি ও এর ব্যবহার!! -_- - October 30, 2018 ইমোজির ইতিহাস ও ব্যবহার: 😊 ← এইটা হইলো লজ্জা পাইছি ইমোজি। সামান্য লজ্জা পাইলে ব্যবহার করা হয়। 😎 ← এইডা হইলো প্রচুর ভাবমারা ইমোজি। নতুন গাড়ি কিনার মতো ভাব ধইরা এইডা দেওয়া হয়। 😁 ← এইটা হইলো বিটক্যালিনা হাসি ইমোজি। টিককারি মারতে ব্যবহৃত হয়। 😌 ← এইডা হইলো ভাজা মাছটা উল্টাই খাইতে পারি না ইমোজি। সব বুইঝা না বোঝার ভান করলে এইডা দেওয়া হয়। ☺ ← এইডা হইলো মুচকি হাসি ইমোজি। পছন্দের কাওরে ম্যাসেজ পাঠাইলো দেওয়া হয়। 😗 ← এইডা হইলো শিশ মারা ইমোজি। সুন্দরী ললনাদের ডে তে এইটা দেওয়া হয়। 😚 ← এইডা হইলো চুম্মা দিবার মন চায়, কিন্তু দিতে পারি না ইমোজি। ক্রাশদের এইডা দেওয়া যাইতে পারে। 😘 ← এইডা হইলো ফুল কীস ইমোজি। কী কাজে ইউজ হয় আশা করি না বললেও চলবে। ^_^ 😅 ← এইডা হইলো হাসতে হাসতে ঘাইমা গেছি ইমোজি। হঠাৎ হাসার সময় উপর থিকা ঠাডার মতো কিছু পড়লে এইডা দেয়। 😕 ← এইডা হইলো চিন্তায় আছি ইমোজি। ভীষণ চিন্তায় থাকলে এইটা দেওয়া হয়। 😧 ← এইডা হইলো ভাবতে ভাবতে না বুইঝ্ঝা ঘাইমা গেছি ইমুজি। পোষ্ট/মেসেজ না বুঝলে এইডা দেয়। 😭 ← এইডা হইলো আবেগে কাইন্দালাইছি ইমোজি। প্রচুর কান্দুন পাইলে এইডা দেয় Read more
Exclusive: Transformation of Sentences [How to change Simple«»Complex«»Compound] ✓JSC/SSC/HSC✓!! - August 26, 2018 8 most important rules of Simple«»Complex«»Compound are given below. Check the photographs.✓ সৌজন্যে: 10 minute School. সর্বশেষ সম্পাদনা: এস.এ. সাগর। Read more
Comments
Post a Comment