জেনে নিন ইমুজি ও এর ব্যবহার!! -_-


ইমোজির ইতিহাস ও ব্যবহার:

😊 ← এইটা হইলো লজ্জা পাইছি ইমোজি। সামান্য লজ্জা পাইলে ব্যবহার করা হয়।
😎 ← এইডা হইলো প্রচুর ভাবমারা ইমোজি। নতুন গাড়ি কিনার মতো ভাব ধইরা এইডা দেওয়া হয়।
😁 ← এইটা হইলো বিটক্যালিনা হাসি ইমোজি।
টিককারি মারতে ব্যবহৃত হয়।
😌 ← এইডা হইলো ভাজা মাছটা উল্টাই খাইতে পারি না ইমোজি। সব বুইঝা না বোঝার ভান করলে এইডা দেওয়া হয়।
☺ ← এইডা হইলো মুচকি হাসি ইমোজি। পছন্দের কাওরে ম্যাসেজ পাঠাইলো দেওয়া হয়।
😗 ← এইডা হইলো শিশ মারা ইমোজি। সুন্দরী ললনাদের ডে তে এইটা দেওয়া হয়।
😚 ← এইডা হইলো চুম্মা দিবার মন চায়,  কিন্তু দিতে পারি না ইমোজি। ক্রাশদের এইডা দেওয়া যাইতে পারে।
😘 ← এইডা হইলো ফুল কীস ইমোজি। কী কাজে ইউজ হয় আশা করি না বললেও চলবে। ^_^
😅 ← এইডা হইলো হাসতে হাসতে ঘাইমা গেছি ইমোজি। হঠাৎ হাসার সময় উপর থিকা ঠাডার মতো কিছু পড়লে এইডা দেয়।
😕 ← এইডা হইলো চিন্তায় আছি ইমোজি। ভীষণ চিন্তায় থাকলে এইটা দেওয়া হয়।
😧 ← এইডা হইলো ভাবতে ভাবতে না বুইঝ্ঝা ঘাইমা গেছি ইমুজি। পোষ্ট/মেসেজ না বুঝলে এইডা দেয়।
😭 ← এইডা হইলো আবেগে কাইন্দালাইছি ইমোজি। প্রচুর কান্দুন পাইলে এইডা দেয়।
😝 ← এইডা হইলো ভেঙ্চি মারা ইমুজি। কাওরে রাগাইতে বা হাসাইতে এর ২-৩ টাই যথেষ্ট।
😜 ← এইডা চোখ টিবি দিয়া ভাবে বাচিনা ইমোজি। অতিরিক্ত ভাব মারতে ব্যবহৃত হয়।
😍 ← এইডা ক্রাশ খাইছি ইমোজি। প্রচুর ক্রাশে ক্রাশান্তিত হইলে এইডা দেওয়া লাগে।
😞 ← মন খারাপ ইমুজি। প্রচুর মন খারাপ না হলে এটা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
😰 ←এইডা হইলো ঠাডা খাইছি ইমুজি। অতিরিক্ত অবাক না হলে দেওয়া উচিত নয়।
😇 →এইডা হলো সাধু সাজা ইমোজি।কারও পিছে বাঁশ গুজে দিয়ে তার সামনে ভালো সাজার জন্য এইডা ইউজ করা হয়
😴 ← এইডা হইলো প্রচুর ঘুম পাইছে ইমোজি। ফেবু চালাইয়া আজাইরা ঘুমের ভাব ধরলে এইডা দেওয়া হয়।
😷 ← এইডা হইলো প্রচুর ভয় খাইছি, এখন কিছু কমু না ইমোজি। অতিরিক্ত ভাবে ভাবান্বিত বা গ্রপচ্যাটে কেও কাওরে প্রপোজ করলে বাকিদের এইটা দিতে হয়।
😒 ← এইডা হইলো ভাগ এইখান থিকা ইমোজি। যেটা বেশির ভাগ সময় আমার ক্রাশেরা আমাকে দিয়া থাকে।
😡 ← এইডা হলো প্রচুর রাগ খাইছি  ইমোজি। কাওরে জুতাপেটা করতে চাইলে এইডা দেওয়া হয়।
🐸 ←এইডা হলো ব্যাঙামুজি। ওরফে গণ ইমোজি; অনেকটা আলুর মতো। কে কখন কোথায় বসিয়ে দিচ্ছে তার খবর নাই।
বাকিগুলা পরের পার্টে দেওয়া হবে। ইমোজির সঠিক ব্যবহার জানুন। ট্রাফিক আইনের মতো এইটাও মেনে চলুন, সমৃদ্ধ দেশ গড়ুন।
#Happy_EmoJing ^_^

Comments

Post a Comment

Popular posts from this blog