আজ নববর্ষ। সালটা ৩০১৮ । একসময় এ বিলাসভূমিতে একটা স্থান ছিল। নাম তার বাগডুম। তাহারই মাঝখানে বটবৃক্ষের ন্যায় গজিয়া উঠিয়াছিল এক "অধ্যেতাসংঘ” নামক অকৃত্রিম বাহিনী। তাহাদের যেমন গায়ের জোর, তেমন অদম্য দু:সাহস, তেমনি মজবুত তাহাদের ভিত। বছরের সর্বদা এদের প্রয়োজন হয় না, কদাচিৎ দেখতে পাওয়া যায়। এরা যখন যেথায় যায় সেথায় স্থান ফাকা হওয়া ছাড়া আর উপায় থাকে না। এরা যখন অন-ডিউটি থাকে, তখন এদের একা কোথায় দেখতে পাওয়া যায় না। একতাই এদের মূল শক্তি। এরা অত্যন্ত ট্যালেন্টেড, ক্রিকেট থেকে শুরু করে কসাইগিরি সকল ক্ষেত্রেই এদের সাবলীল অংশগ্রহণ দেখা যায়। এরা অত্যন্ত পোষ্য ও অনুগত। দেশের জন্য যারপরনাই সচেষ্ট। প্রয়োজনে রক্ষীবাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে বোলিং করতেও এদের জুড়ি মেলা ভার। মাঝেমাঝে এদের মধ্য হতে অনেক রশীদ খান, সেনওয়ার্নের আর্বিভাব ঘটে। নিশানা অতটা নিখুঁত না হলেও হাতের জোর আছে বৈকি, তা অন্যদের চেয়ে বেশি বৈ কম নয়। দেশে যে এত ট্যালেন্ট, তা বোধ হয় এরা না এলে বোঝাই যেত না। এদের মধ্যে কিছু রয়েছে অত্যধিক ট্যালেন্টেড। তাদের নিয়ে গঠিত হয়েছে স্পেশাল ফোর্স "থর-ফোর্স"। এদের পোশাক