রুবেকা (রোমাঞ্চ গল্প)
জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আমাকে। সারারাত থানায় ছিলাম। সকালে অফিসার কয়েকটা প্রশ্ন করে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে ছেড়ে দিলেন। ওহ! আমার স্ত্রী দুঃখিত প্রয়াত স্ত্রীর নাম "রুবি" বড় করলে "রুবেকা আহসান"। গত রাতে ড্রয়িং রুমের সিলিং ফ্যানে ঝুলানো ওর লাশ পাওয়া গেছে। বাড়িতে আমি, কাজের মেয়ে অন্তরা আর আমার স্ত্রী ছাড়া কেউ ছিলো না। তাই প্রাথমিক সন্দেহটা আমার উপরেই পড়েছে। পুলিশ ধরে নিয়েছে আত্মহত্যা। কিন্তু, রুবি আত্মহত্যা করবে কেন? ভালোই তো চলছিল আমাদের সংসার। গত মাসে আমার প্রমোশন হলো, বেতন বেড়ে ৭৫০০০ । ছেলে এস.এস.সি দিয়ে বিদেশে লেখাপড়া করছে, ২০০০ স্কয়ার ফিটের নতুন ফ্ল্যাট কিনলাম, ওর সাথে গত ৩ মাসেও কোন মনমালিন্যের কথাও তো মনে পড়ছে না। তবে? চাকরির সুবাধে মাঝে মাঝে বাইরে থাকতে হয়েছে ওকে ছাড়া। এ নিয়ে ওর কোন অভিযোগও ছিলনা কখনো। এসব ভাবতে ভাবতেই বাড়ির একেবারে কাছে চলে এসেছি। এলাকায় ঢোকার পরেই বুঝতে পেরেছিলাম, সবাই আমার দিকে কেমন দৃষ্টিতে দেখছে। এদেশের মানুষগুলো অপরাধ প্রমাণের আগেই কাউকে কি সুন্দর অপরাধী বানিয়ে দেয়। ইতিমধ্যে এলাকায় রটে গেছে অন্তরার সাথে