Posts

Showing posts from September, 2018

গল্প: ফ্রেন্ড রিকুয়েস্ট।

Image
অনেকদিন পর পুরনো আইডিটাতে ঢুকলাম। না অনেকদিন পর বলতে, মেয়েদের মতো শ-খানেক ফ্রেন্ড রিকুয়েস্ট আর হাজার খানেক মেসেজ জমে নেই। এই কিছু পুরনো মেসেজের রিপ্লাই আর ফ্রেন্ড রিকুয়েস্ট নোটিফিকেশনে জ্বল-জ্বল করতে দেখলাম, ফোনে চার্জও বেশী নেই।  না গতানুগতিক নিয়মে এবারও কোন সুন্দরি ললনার ফ্রেন্ড রিকুয়েস্ট নেই। যা দু-একটা আছে সিউর হতে পারলাম না রিয়েল না ফেক। আমি আবার সব রিকুয়েস্ট ফটাফট একসেপ্ট করতে যাই না। একমাত্র পরিচিতরাই লিস্টে ঢুকে, বিশেষ করে ফিমেল আইডিগুলো। ফেক আইডির জ্বালাতেন দিন দিন ফেসবুকে টেকা যেন অসহ্য হয়ে উঠছে, তাই ভয়টা মনে থেকেই যায়। একসময় নিজেও ফেক আইডি চালিয়ে অনেককে নাকানি চুবানি খাইয়েছি কিনা!! যাকগে সে কথা বাদ যাক। অনেকদিন পরে ফেসবুকে ঢুকে পুরনো এক বন্ধুর মেসেজের রিপ্লাই দেখে যেমন মনটা ভালো লাগল তেমনি আবার প্রচন্ড রাগও হলো। ইনি আবার ঢাকায় আবাসিক কলেজে পরেন। মেসেজ দিয়ছিলাম ঈদের আগে আর এই দুদিন আগে পেলাম তার রিপ্লাই। রাগে দু:খে ওকে অনলাইনে দেখে কনভারসেশন ১ ঘন্টা মিউট করে রাখলাম। মন ভাল রাখার জন্য পুরনো লাইকড পেজগুলো ঘুরে দেখছিলাম । আর (MEME) মিমগুলো দেখে   বিনোদন নিচ্ছিলাম